দুই সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে তিন থেকে পাঁচ টাকা দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি করছেন ৬৫ থেকে ৭৫ টাকায়। আট-দশ দিন আগেও এটা বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। মিনিকেট চালের কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা। এটা এত দিন পাওয়া যেত ৫৬ থেকে ৬০ টাকায়। স্বর্ণা ও বিআর-২৮ জাতীয় চালের (মোট চাল) দামও বেড়েছে তিন থেকে চার টাকা পর্যন্ত। এই মানের চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা কেজি দরে। যদিও চাহিদার শীর্ষে থাকা এই চাল এত দিন কেনা যেত ৪৫ থেকে ৪৮ টাকায়।
রামপুরা চাল ব্যবসায়ী হাবিব জামান জানান, বৈশাখ মাসের দিকে ইরি ধান উঠেছিল। তখন চালের দাম কমার কথা থাকলেও তা আশানুরূপ হয় নি। এখন আমন ধানের মৌসুম চলেছে। তবু দাম বাড়ছে। আমদানি বন্ধ থাকাও চালের দাম বাড়ার একটা কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
আপনার মতামত লিখুন :