Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

রেকর্ড রেমিটেন্স আয়

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৫:৩২ পিএম রেকর্ড রেমিটেন্স আয়

অর্থবছর বিবেচনায় নেতিবাচক অবস্থানে রয়েছে প্রবাসী আয়। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিটেন্স এসেছে ১ হাজার ২৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ হাজার ২৯৪ কোটি ডলার। সেই হিসাবে চলমান অর্থবছরের প্রথম ৬ মাসে রেমিটেন্স কমেছে ২৭০ কোটি ডলার।

দেশে বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম শীর্ষ খাত প্রায় ১ কোটি প্রবাসীর পাঠানো অর্থ। দীর্ঘদিন ধরে তা অবৈধ হুন্ডির মাধ্যমেও আসছিল। তবে ২০১৯-২০ অর্থবছরে বৈধ পথে অর্থ পাঠাতে তাদের উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার।এবার সেটা বাড়িয়ে আড়াই শতাংশ করেছে অর্থ মন্ত্রণালয়।

Side banner