ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা থেকে রফতানি আয় এসেছে ৫৭ কোটি ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে ২৬ শতাংশের ওপরে, একই সঙ্গে লক্ষ্যমাত্রা থেকেও সোয়া এগার শতাংশ বেশি।
একক মাস হিসেবে রেকর্ড ৪৯০ কোটি ডলার রফতানি আয়ে বরাবরের মতো বড় অবদান পোশাক খাতের। যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি ২৮ শতাংশ। এর মধ্যে ৩১ শতাংশ বেড়ে কেবল নিটওয়্যার থেকে আয় হয়েছে ১১১ কোটি ডলার। আর ৮৭ কোটির বেশি এসেছে ওভেন গার্মেন্টস থেকে। অন্যদিকে সবশেষ অর্থবছরে বিলিয়ন ডলার ছাড়ানো হোম টেক্সটাইল খাতও ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। বছর ব্যবধানে সেখানেও ত্রিশ শতাংশ বেড়ে আয় হয়েছে প্রায় ৭২ কোটি ডলার।
আপনার মতামত লিখুন :