Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯

মালদ্বীপের যাচ্ছেন হানিমুন করতে মিম

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৬:৪২ পিএম মালদ্বীপের যাচ্ছেন হানিমুন করতে মিম

গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারার পর ৪ জানুয়ারি বিয়ে করলেন মিম। বাগদান জানিয়ে করলেও বিয়ে অনেকটা গোপনেই সাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু গণমাধ্যমে বিয়ের খবর পূর্বেই প্রকাশ হয়। পরে মিমও ছবি প্রকাশ করে জানান বিয়ের খবর। 

বিয়ের তিনদিন পর এবার জানা গেলো মিমের মধুচন্দ্রিমার খবর। মিম নিজেই জানালেন, মালদ্বীপে সাড়ছেন মধুচন্দ্রিমা। এ জন্য আগামী ১১ জানুয়ারি ঢাকা ছাড়বেন তিনি।

মিম বলেন, সমুদ্র সৈকত আমার খুবই পছন্দের। এ কারণেই বিয়ের পর হানিমুনের জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিয়েছি। তা ছাড়া এর আগে আমার কখনও মালদ্বীপে যাওয়া হয় নি। সেখানে রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাব আমরা।'

Side banner