Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯

ডিক্যাপ্রিওর নামে গাছের নামকরণ

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৬:৪৫ পিএম ডিক্যাপ্রিওর নামে গাছের নামকরণ

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে নতুন প্রজাতির একটি গাছের নামকরণ করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। 

রয়্যাল বোটানিক গারডেনসের বিজ্ঞানীরা বলেন, একটি রেইনফরেস্টকে নিধনের হাত থেকে রক্ষার জন্য তাকে সম্মান জানানোর উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

গাছটির বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে ইউভারিওপসিস ডিক্যাপ্রিও। চিরসবুজ প্রকৃতির এই গাছটি শুধু ক্যামেরুনের বৈচিত্র্যময় ইবো বনে পাওয়া যায়। 

Side banner