Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯

শনাক্তের ৭০ শতাংশই ওমিক্রন

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৫:২৭ পিএম শনাক্তের ৭০ শতাংশই ওমিক্রন

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমীর কুমার সাহা বলেন, এখনকার নমুনার প্রাথমিক পরীক্ষায়ও ওমিক্রনের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। ওমিক্রনে মৃত্যু কম হলেও এটি ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রমণশীল। সংক্রমণ বেশি হলে ঘুরেফিরে মৃত্যুর সংখ্যায়ও বেড়ে যাবে। 

তাই এখন থেকেই অনেক বেশি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। 

বাংলাদেশে এখন পর্যন্ত ২১ জনের নমুনায় ওমিক্রনের সংক্রমণ মিলেছে। যাদের ১৪ জন নারী আর সাতজন পুরুষ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি দুই থেকে তিনদিনে করোনার রোগী দ্বিগুণ হচ্ছে ওমিক্রনের কারণে। তাই এই ধাক্কা সামাল দিতে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা আওতায় আনার কথা বলছেন বিশেষজ্ঞরা।

Side banner