Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

বিশ্বে করোনায় সংক্রমণ ছাড়াল ৩০ কোটি

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৩:১৮ পিএম বিশ্বে করোনায় সংক্রমণ ছাড়াল ৩০ কোটি

মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৪ জনের। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৮৯ হাজার ৫০৬ জন।

এ সময় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ৮৯ হাজার ৬৮৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ১৭ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৭ লাখ ৫১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ১৪৩ জন। করোনায় দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫৫ হাজার ৮৪৩ জন।

Side banner