Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

ওরা মৌলভী আলেম নামের গুন্ডা

দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট জানুয়ারি ৪, ২০২২, ০৬:২৫ পিএম ওরা মৌলভী আলেম নামের গুন্ডা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেন, কিছু কিছু মৌলবী, কিছু কিছু মৌ, লো, বি। মৌ মানে মধু, লোভী মানে মধুর লোভী, সে অরজিনাল মৌলবী না। এই কিছু কিছু মৌলবী তারা তো দেখি, ইসলামকে বাদ দিয়ে ওই ডেমোক্রেসি ও স্যাকুলারের পেছনে ঘুরতেছে। অরজিনাল যারা মৌলবী না ওরা যম নেতা মুনাফেক। ওরা মৌলভী না ইসলামের দুষমন। ওরা মৌলভী নয়, আমার নবীর উত্তসূরী নয়। ওরা আবু বক্কর অনার, ওসমান আলীর উত্তরসূরী নয়। ওরা আব্দুলনব নে সামার গোষ্ঠী। আব্দুল নাহে ওবায়নে সূরার গোষ্ঠী। এ মৌলবীদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। এ মৌলবীদের কারণে, মুনাফেকদের কারণে, টুপি পড়ে, দাঁড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে ইসলামকে বাদ দিয়ে যারা অন ইসলামিক পক্ষে সাপোর্ট দেওয়ার ঘোষণা দেয় তারা আলেম নয় জালেম। এগুলো ইসলামের গুন্ডা। যেরকম গুন্ডা, পকেট মাররা আপনার আমার টাকাকে ছিনতাই করে, ডাকাতি করে। এসমস্ত লেবাসদারি গুন্ডারাও ইসলামি ইমনাকে ডাকাতি করে। এ গুন্ডাদের চিহ্নিত করতে হবে। ইমান চোর। ইমানের ডাকাত। ইমানের পকেট চোর, এ গুন্ডাদের, ডাকাতদের চিহ্নিত করতে হবে। এই ইসলামের গুন্ডা। তুই একজন মদিনা ওয়ালার চেহারাকে বাদ দিয়ে, ইসলামি যেখানে শব্দ আছে, ইসলামকে বাদ দিয়ে তুই ডেমোক্রেসির পক্ষে নামো কেমনে গুন্ডার গুন্ডা। এই গুন্ডাদের চিহ্নিত করতে হবে। এরা আলেম নয়, টুপিওয়ালা নয়। এ গুন্ডারা বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ সহায় হলে এদের মুখোশ উন্মোচন করা হবে। মানুষের সামনে এদের গুন্ডামি চেহারা উন্মোচন করতে হবে। যাতে মানুষকে ধোকা দিতে না পারে। ওই গুন্ডা তুমি কেমন ইসলামের বাইরে সাপোর্ট দিতে যাও। যেখানে ইসলাম আছে। ইসলাম না থাকলে ভিন্ন কথা ছিল। যেখানে স্বচ্ছ পানি আছে সেখানে প্রশ্রাবের দিকে তাকাও কেন, যেখানে স্বচ্ছ পানি আছে মদের দিকে তাকাও কেন। মনে রাখবেন এগুলো আলেম নয় সবগুলো গুন্ডার গোষ্ঠি।

৩ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় মুফতি মাসুম বিল্লাহর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Side banner