যশোরে তৃতীয় লিঙ্গের লাবনী ওরফে লাভলী হত্যা রহস্য উন্মোচন করেছে ডিবি পুলিশ। এ হত্যায় জড়িত চার আসামিকে তারা আটক করা করেছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকু, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি কুড়াল, তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে।
রোববার বিকেলে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার।
তিনি জানান, হাশিমপুর, দোগাছিয়া, ঝাউদিয়া, নারাঙ্গালী ও ধর্মতলায় অভিযান চালিয়ে লাভলী হত্যায় জড়িত চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দোগাছিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ, ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদি হাসান, খোলাডাঙ্গা এলাকার তৃতীয় লিঙ্গের নাজমা ও সেলিনা।
আপনার মতামত লিখুন :