Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০ আশ্বিন ১৪২৯

ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই : তৈমুরকে নানক

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০১:৫৬ পিএম ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই : তৈমুরকে নানক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বত্রন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তিনি এখন এক বন্য হাতি নিয়ে নেমেছেন। উনি কয়, আমি বিএনপিও না, আমি আওয়ামী লীগও না। তাহলে আপনি কে? আপনি এখন হাতিতে পরিণত হয়েছেন। আপনাকে বিএনপি তালাক দিয়ে দিয়েছে। আপনি এখন বলেন, শেখ হাসিনা যদি এই নারায়ণগঞ্জের ভোটার হতেন, তাহলে আপনাকেই ভোট দিতেন। আপনাকে বিএনপি ভোট দেবেনা, আপনাকে বিএনপি ত্যাগ করেছে, আপনাকে ভোট দেবেনা তৈমুর সাহেব।

তিনি বলেন, আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। যে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, নৌকার পক্ষে যারা, নৌকা মার্কায় যারা শেখ হাসিনার কর্মী, তারা ঐক্যবদ্ধ টের পাবেন। সবাই ঐক্যবদ্ধ। তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে। যে আশায় রয়েছেন, সে আশার গুড়েবালি।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইভীর পক্ষে এক কর্মী সমাবেশে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Side banner