ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ল্যাথামের ডাবল সেঞ্চুরি ও কনওয়ের সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান তুলতেই চার উইকেট নেই সফররত বাংলাদেশের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান।
টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের গতি এবং সুইংয়ের সামনে অসহায় টাইগার ব্যাটসম্যানরা। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই শিকার টাইগার ওপেনার সাদমান। ৮ বল খেলে করেন ৭ রান তিনি। অভিষেকটা দুঃস্বপ্নের মতো হলো মোহাম্মদ নাইম শেখের। পাঁচ বল খেলে রানের খাতা খোলার আগেই তাকে বোল্ড করে দেন সাউদি।
আপনার মতামত লিখুন :