Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০ আশ্বিন ১৪২৯

বন্দরে শফিউদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর করেসপন্ডেন্ট জানুয়ারি ৭, ২০২২, ১০:১০ পিএম বন্দরে শফিউদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বন্দরে শফিউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ৭ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনপুর মাষ্টার বাড়ী এলাকায় দুই শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতর কালে সবুজ এন্ড ব্রাদার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম সোহাগ বলেন, মানুষ মানুষের জন্য। শীতবস্ত্রের অভাবে অনেক অসহায় মানুষ এ শীতে অনেক কষ্ট করছে। আমি তাদের কষ্টের কথা ভেবে সামান্য কিছু শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি বছর কিছু না কিছু নিয়ে অপিনাদের পাশে এসে দাঁড়াতে পারি। সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি আপনারও অসহায়দের পাশে এসে দাঁড়ান।

শীতবস্ত্র বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মফিজুল ইসলাম শোভন, ফাতেমা আক্তার মৌসুমী, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মহিলা অভিভাবক প্রতিনিধি রাহিমা বেগম, রাহিমা বেগম, মোঃ তাজুল ইসলাম, নাসির উদ্দিন ও জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Side banner