আমরা জানতাম, গাছে ফল ধরলে গাছ যেমন নুইয়ে পড়ে, তেমনি ধার্মিক হলে তিনিও নুইয়ে পড়েন। অর্থাৎ তিনি বিনয়ী, মানবিক, সহনশীল, আস্থাশীল ও পরোপকারী হন। আজকালকার ধার্মিকরা মিছিল নিয়ে দল বেঁধে বের হয়ে যান ভিন্নমত, পথ ও ধর্মের অনুসারীদের হত্যা করতে; তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করতে; বাড়িঘর লুটপাট করতে; দেশের সম্পদ সরকারি-বেসরকারি যানবাহন পোড়াতে; অফিস আদালত ধ্বংস করতে। আমরা এ-ও জানতাম, পৃথিবীতে ধর্ম আসছে মানুষের কল্যাণের জন্য। একজন ধার্মিকের কাজ মানুষের কল্যাণ করা। বর্তমান ধার্মিক ভাইদের কাজকর্ম দেখে মনে প্রশ্ন জাগে, তাহলে ধর্মের সংজ্ঞা পাল্টে গেল কিনা? অথবা আমি ব্যাকডেটেড হয়ে পড়লাম কিনা? আমি কেন ওদের দলে যোগ দিচ্ছি না? আমি ওদের দলে যোগ দিতে পারি, তাদেরকে এসব কাজে উৎসাহ দিতে পারি। কিন্তু আমার বিবেক আমার বাঁধা হয়ে দাঁড়ায়। বিবেকই আমার বিপদের কারণ। বিবেকের কারণে সংখ্যাগরিষ্ঠের সাথে মিলে যেতে পারছি না। এটা আমার অক্ষমতা! এ অক্ষমতা কিভাবে দূর হবে তা-ও জানি না!
আপনার মতামত লিখুন :