সোমবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বেলা ৫টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. মাহবুুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ সিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ রহমান এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মজনুর রহমান, মুহাম্মদ আব্দুস সালাম, বিপ্লব মল্লিক ও মো: ছারোয়ার উদ্দিন।
আপনার মতামত লিখুন :