কিন্তু সেটা যথেষ্ট হয়নি। ফলো অনেই পড়েছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড এগিয়ে আছে ৩৯৫ রানে।১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। এদিন শুরুতে অবশ্য দাপট দেখায় বাংলাদেশ। তবে এর মধ্যেই আড়াইশ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কিউই অধিনায়ক টম লাথাম। ৩৪ চার ও ২২ ছক্কায় ৩৭৩ বলে ২৫২ রান করে মুমিনুল হকের বলে সাজঘরে ফেরেন তিনি।
এর কিছুক্ষণ পরই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দিনের শুরুর দিকে সেঞ্চুরি পূরণ করেন আরেক স্বাগতিক ব্যাটসম্যান ডেভেন কনওয়ে। ১৬৬ বলে ১০৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৬০ বলে ৫৭ রান আসে টম ব্লান্ডেলের ব্যাটে। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :