ফাইনালে আকাশি-নীলের জয় ২-১ ব্যবধানে। রেকর্ড ১২তম শিরোপার নিজেদের ঘরে তুললো আবাহনী। আর এতে করে মৌসুমের প্রথম দুই ট্রফি জিতে ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে এগিয়ে গেলো ধানমন্ডির জায়ান্ট।
ইতিহাস গড়ার অপেক্ষা রহমতগঞ্জের, বিপরীতে রেকর্ড ১২তম শিরোপার হাতছানি আবাহনীর।
ফাইনালের আগে ইনজুরি ধাক্কা চিন্তার প্রধান কারণ, শেষ মুহূর্তে ছিটকে যান দলের দুই তারকা ডোরিয়েলটন-রাফায়েল। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ড্যানিয়েল কলিন্দ্রেস।
দুই ব্রাজিলিয়ানের অভাব শুরু থেকেই টের পেয়েছে আবাহনী। মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে প্রথম আধাঘন্টা একের পর এক আক্রমণ রহমতগঞ্জের। এগিয়ে যাওয়ার দুটি সুবর্ণ সুযোগ মিস করেন সানডে আর ফিলিপ।
আপনার মতামত লিখুন :