Bangladesh News Network
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯

নিলামে উঠছে এসএমএস, কী লেখা ছিল তাতে?

বাংলা খবর জানুয়ারি ১০, ২০২২, ০৭:০৪ পিএম নিলামে উঠছে এসএমএস, কী লেখা ছিল তাতে?

ডায়াল ঘোরানো ল্যান্ডফোন, কর্ডলেস ফোনের যুগ পেরিয়ে মোবাইল ফোন এসে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিয়েছিল বলা চলে। ইন্টারনেট যখন এতটা সহজলভ্য হয়নি, তখনকার কথা মনে পড়ে কি? সেই সময়ে কথা চালাচালির সবচেয়ে দ্রুত উপায় ছিল এসএমএস। যারা মনের কথা মুখে বলে উঠতে পারেন না, কাজটা সারতেন হাতে!

যুক্তরাষ্ট্রের প্রকৌশল সংস্থা ‘সেমা গ্রুপ’-এর ২২ বছর বয়সী প্রকৌশলী নেইল পাপওয়ার্থ বিশ্বের প্রথম এসএমএস পাঠান। তিনি এই বার্তাটি পাঠান বন্ধু রিচার্ড জারভিসের মোবাইল ফোনে। সেই বার্তাটিই এবার নিলামে তুলেছে একটি সার্ভিস প্রোভাইডার। 
 

Side banner